তিনটি গানে তারকা সমাবেশ। পুজোর মরশুমে পুজোর বিভিন্ন আনন্দ মুহূর্তকে তুলে ধরেছে এসভিএফ মিউজিক। রইল সে সব ছবি
পুজোর আগেই বাহারি চমক নিয়ে হাজির এসভিএফ মিউজিক। তিনটি গানে তারকা সমাবেশ। পুজোর মরশুমে পুজোর বিভিন্ন আনন্দ মুহূর্তকে তুলে ধরেছে তারা। কোথাও পাড়ার পুজোর প্রেম, কোথাও আবার বান্ধবীদের পুজোর আনন্দ, কোথাও আবার পুজোয় রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রথম গানটি গেয়েছেন অন্তরা মিত্র। চার যুবতী, চার শহর। কিন্তু পুজোয় সকলের একত্র হওয়া। পুজোয় সময় কাটানো, সেজেগুজে মণ্ডপে বসা, ধুনুচি নাচ, এ সবই স্মৃতি হয়ে গিয়েছে যাদের কাছে, সেই চার বান্ধবীকে আবার একজোট করবে এই গান।
‘সুন্দরী কমলা নাচে’ গানটিকেই নতুন ভাবে তৈরি করা হয়েছে এই গানে। ভিডিওয়ে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, রাজনন্দিনী পাল এবং শ্রীমা ভট্টাচার্য।
পুজোয় নতুন বাংলা গানের ছড়াছড়ি, এ দিকে রবীন্দ্রনাথের গান নেই, এমন হয় নাকি? এসভিএফ মিউজিকের তরফে প্রকাশ পেল সাহানা বাজপেয়ীর গলায় ‘ওগো শোনো কে বাজায়’। সাহানার কথায়, ”পুজোর গান নয় বটে, তাও পুজো রিলিজের মধ্যে রবি ঠাকুরের এই গানটি যুক্ত করার জন্য এসভিএফ-কে ধন্যবাদ জানাই।” যন্ত্র আয়োজনে সম্যন্তক সিনহা।
তৃতীয় গানে পুজোর সময়ে পাড়ার প্রেম পিরীতির ছোঁয়া। জন ভট্টাচার্য এবং সৃজলা গুহর নতুন রসায়নে ইতিমধ্যে মজে বাঙালি। গোটা গানে উৎসবের মরশুমে প্রেমের আমেজ রয়েছে।
নাচে, গানে জমজমাটি ‘এল রে পুজো এল’। গান গেয়েছেন নাকাশ আজীজ এবং সেঁজুতি দাস। তৃতীয় গানটি মুক্তি পেয়েছে মহালয়ার শুভ উপলক্ষে, অর্থাৎ আজ। তিন ধাপে পুজো যেন আরও কাছে এনে দিল, পুজোর গন্ধে ভরিয়ে দিল এসভিএফ মিউজিক।