হোয়াটসঅ্যাপ এখন আইফোনের মতো এডিট করা যাবে এমন বার্তা বা মেসেজ পাঠানোর সুবিধা দিচ্ছে। এর ফলে একবার পাঠানো মেসেজ বা বার্তাগুলি থেকে ত্রুটি মিটিয়ে অর্থাৎ এডিট করে পাঠানোর সুযোগ দেবে৷
টেক দুনিয়ার নতুন ট্রেন্ড বলা যেতে পারে, বার্তা সম্পাদনার সুবিধা। ট্যুইটার থেকে আই-মেসেজ, সবাই উঠে পড়ে লেগেছে কে প্রথম ব্যবহারকারীদের এ সুযোগের স্বাদ দিতে পারে। সে তালিকায় নতুন সংযোজন হোয়াটসঅ্যাপ।
আইফোন ব্যবহারকারীদের মেসেজ এডিট করার সুযোগ দেখে যদি ঈর্ষা বোধ হয়, তবে হোয়াটসঅ্যাপের এ সুযোগ ভাললাগতে বাধ্য। কারণ এ বার থেকে শুধুমাত্র আইফোন নয়, অ্যান্ড্রয়েড ফোনেও এই বৈশিষ্ট্যটি পেতে আর সমস্যায় পড়তে হবে না।
মেটা-মালিকানাধীন ‘ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ’-এ একটি নতুন ফিচার কাজ করছে, যা পাঠানো হোক বা পাঠ্য, যে কোনও বার্তাই সম্পাদনা করতে দেবে। মানে, এখন আর টাইপ করার সময় ভুল-ত্রুটির বিষয়ে চিন্তা করতে হবে না।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডবলুএবিটাইনফো-র তরফে প্রকাশিত এক রিপোর্টে এ কথা জানান হয়েছে। রিপোর্ট জানিয়েছে, ‘এই ফিচারটি এখনও পুরো মাত্রায় লঞ্চ করা হয়নি, কিন্তু অ্যান্ড্রয়েড ২.২২.২০.১২ আপডেটে এই পাওয়া যাবে।’ তবে, ব্যবহারকারীদের এই বার্তা সম্পাদনা করার সুবিধা ঠিক কবে করতে দেওয়া হবে, সে ব্যাপারে এখনই কিছু জানানো যাচ্ছে না।
ইতিমধ্যে, হোয়াটসঅ্যাপ অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখার ফিচার চালু করবে, যাতে ব্যবহারকারীরা নিজেই ঠিক করতে পারবেন কে তাঁর অনলাইনের সক্রিয়তা দেখতে পাবেন। নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের অনলাইন সক্রিয়তা দেখা থেকে অন্যদের বিরত করতে পারবেন। বর্তমানে এটি অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্যই শুধু পাওয়া যাবে
রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই হোয়াটসঅ্যাপের সেটিংস-অ্যাকাউন্ট-গোপনীয়তা এবং তারপরে ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইনে’ অপশনে গিয়ে এই নতুন ফিচারটি চালু করতে পারবেন কি না তা দেখতে পাবেন।
যদি ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ বিকল্পটি থাকে, তা হলে এটি ব্যবহার করা যাবে এবং ব্যবহারকারীর অনলাইন অ্যাকটিভিটি স্টেটাস দেখা থেকে অবাঞ্ছিত ব্যক্তিদের বিরত করা যাবে৷ সে ক্ষেত্রে কারও অনলাইন উপস্থিতি শুধুমাত্র সেই সব মানুষই দেখতে পাবেন যাঁরা ইতিমধ্যেই ব্যবহারকারীর ‘লাস্ট সিন’ দেখতে পান৷
হোয়াটসঅ্যাপ স্টেটাসের মতোই, ব্যবহারকারীদের কাছে বেছে নেওয়ার জন্য তিনটি বিকল্প থাকবে – প্রথমটি সবাই বা এভরিওয়ান, দ্বিতীয়টি হল নিজের পরিচিতি বা মাই কনট্যাক্টস এবং তৃতীয়টি হল কেউ না বা নো-বডি।