Connect with us

খোলা কথা

মার্টিনেজ দেশে গিয়ে জামাল ভূঁইয়ার জন্য পাঠালেন জার্সি

এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে জামাল ভূঁইয়ার দেখা না হওয়া নিয়ে জল কম ঘোলা হয়নি। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের জন্য অপেক্ষা করেও আয়োজকদের কারণে তার সঙ্গে দেখা হয়নি বাংলাদেশ দলপতি জামাল ভূঁইয়ার। আর তাতেই ক্ষোভে ও সমালোচনায় সরব হয়ে ওঠেন নেটিজেনরা।

তবে নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছিলেন মার্টিনেজকে উপমহাদেশে আনার কারিগর শতদ্রু দত্ত। ফেসবুক থেকে ঘটনা জেনে সংবাদমাধ্যমকে তিনি জানান, বলুন তো, মার্তিনেজের দোষ কী! ও কি জামালকে চেনে নাকি! আমিই তো চিনি না। চিনলে অবশ্যই দেখা করিয়ে দিতাম।

একে তো মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে তিনি হয়েছেন সমালোচিত। তার উপর জামাল ভূঁইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তারকা আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে করতে পারেননি দেখা। সেটি নিয়ে তো রীতিমতো ক্ষোভে ফেটে পরেছেন ফুটবল প্রেমীরা।

আর সে কারণেই যেন ‘গরু মেরে জুতা দান’ করলেন শতদ্রু। বাংলাদেশ দলপতির মন ভালো করতে তিনি মার্টিনেজের স্বাক্ষর করা একটি জার্সি পাঠিয়েছেন।

এদিকে মার্টিনেজ হয়তো বুঝতে পেরেছেন যে জার্সি পেয়ে জামাল অপমানবোধ করতে পারেন। সে কারণে জার্সির সঙ্গে দিয়েছেন শুভেচ্ছাবার্তাও।

এমি শুভেচ্ছাবার্তায় লেখেন, ‘চিয়ার্স, জামাল।’

More in খোলা কথা