নিয়ামত মানে সব সময় পাওয়া নয়,মাঝে মাঝে জীবন থেকে কিছু চলে যাওয়া ও নিয়ামত।
জীবন থেকে কিছু হারিয়ে ফেলা মানেই ক্ষতিগ্রস্ত হওয়া নয়, কিছু জিনিস জীবন থেকে চলে যাওয়াটাই কখনো কখনো আশীর্বাদ (Blessing)।
জীবন থেকে কেউ হারিয়ে যাওয়া মানেই শূন্যতা নয় মাঝে মাঝে হারানোর মাঝেই থাকে প্রাপ্তির পূর্ণতা!
বিপদ মানেই দুঃখ-কষ্ট আর লাঞ্চনা না। কিছু বিপদ সুখের চাইতে ও বেশি মূল্যের!
এভাবেই আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ছোটখাটো ট্রাজেডি ঘটে,হারানোর বেদনা আসে,অপ্রাপ্তির দুঃখ আমাদের মন ভারাক্রান্ত করে তোলে।
আমরা হতাশ হই, ভেঙ্গে পড়ি,মন আমাদের ছোট হয়ে যায়। অথচ আমরা জানিনা কোন জিনিস আমাদের জন্য কল্যাণকর আর কোনটা অকল্যাণকর।
যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্মের ও কয়েক হাজার বছর আগে আমাদের তাকদীর যিনি লিখে রেখেছেন। তিনি জানেন আমাদের কোন জিনিসে ভালো হবে আর কোন জিনিসে মন্দ হবে।
তাই তাঁর উপর ভরসা করুন। তাঁর উপরই সব আশা-ভরসা,সুখ-দুঃখ সঁপে দিন।
দিনশেষে, আপনি পেলেও বিজয়ী(winer) আর না পেলেও বিজয়ী। উত্তমের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে বলুন?