Connect with us

ধর্ম

প্র্যাকটিসিং মুসলিম হিসেবে করণীয়ঃ

প্র্যাকটিসিং মুসলিম হিসেবে করণীয়ঃ

 

১. নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামায়াতে (ভাইদের জন্য)/ আওয়াল ওয়াক্তে (বোনদের জন্য) আদায় করা। সকল ফরজ আমলের এহতেমাম করা। 

 

২. দাড়ি ছেড়ে দেয়া/ পরিপূর্ণ পর্দা অর্থাৎ হাত মোজা পা মোজা সহ নিকাব পরা।

 

৩. সমস্ত হারাম কাজ যেমনঃ গান শোনা, মুভি দেখা, হারাম সম্পর্কে জড়ানো, বাজে অভ্যাস ইত্যাদি পরিত্যাগ করা।

 

৪. কোরআনের তাজবিদ সহীহ করে নেয়া।

 

৫. হালাল রিজিক কামাই করা। সুদ, ঘুষ ইত্যাদি হারাম থেকে দূরে থাকা।

 

৬. নজরের হিফাজত করা। 

 

৭. গীবত, মিথ্যা, চোগলখুরি ইত্যাদি থেকে দূরে থাকা। 

 

৮. করো হক নষ্ট না করা। 

 

৯. গোনাহ হয়ে যাওয়া মাত্র তওবা করা। 

 

১০. যেকোনো প্রয়োজনে আল্লাহর মুখাপেক্ষী হওয়া।

 

এগুলো ন্যূনতম বেসিক কাজ। নিজেকে একজন মুসলিম হিসেবে দাবী করার জন্য এগুলো অপরিহার্য। আসুন আমরা নিজেদের বেসিক আমলগুলো ঠিক করে নেই। মুসলিম হিসেবে এটুকু অন্তত আমাদের করা উচিত।

ফি আমানিল্লাহ।

আল্লাহ সবাইকে প্রকৃত, পরিপূর্ণ,খাঁটি ও স্থায়ী হিদায়াত, সুস্থতা ও শান্তি দান করুক। আমিন।

More in ধর্ম