Connect with us

খেলা

১০ দেশ নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ

বাংলাদেশ সহ দশটি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু দ্বিতীয় ইস্পাহানি আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে। ৫ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নেবে- নিউজিল্যান্ড, ইরান, ইরাক, মিশর

বাংলাদেশ সহ দশটি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু দ্বিতীয় ইস্পাহানি আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে। ৫ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নেবে- নিউজিল্যান্ড, ইরান, ইরাক, মিশর, মালয়েশিয়া, কুয়েত, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। 

আজ মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক এসোসিশেয়নে আয়োজতি সংবাদ সম্মেলনে স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম বলেন,‘২০২৪ সালের সাউথ এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধারের চেষ্টা রয়েছে আমাদের। সেই সঙ্গে ২০২৮ সালের অলিম্পিকে অন্তর্ভূক্ত হবে স্কোয়াশ, সেদিকেও আমাদের নজর থাকবে। ৯ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্টের সঙ্গে আরও একটি করে আন্তর্জাতিক ও যুব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বলেন,‘স্কোয়াশের উন্নয়নে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার করব।’ সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন’ ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নান।

খেলা: স্রেফ উড়ে গেল ইংল্যান্ড, সচিন-যুবির বিধ্বংসী ব্যাটিং ও স্পিনের জালে জয় ইন্ডিয়ার ‘

 

More in খেলা