Connect with us

খেলা

সেন্ট্রাল বালকের চোখ জাতীয় হ্যান্ডবলে

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম সব সময় ব্যস্ত থাকে। স্কুল হ্যান্ডবলের সময় সেই ব্যস্ততা আরো বেশি। হ্যান্ডবল স্টেডিয়ামে প্রবেশ করতেই শোনা গেল, ‘সেন্ট্রাল..সেন্ট্রাল..’ ধ্বনি। রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী স্কুল মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় সেন্ট্রাল গভঃ নামেই পরিচিত। মাধ্যমিক পর্যায়ে ভালো ফলাফলের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সরব এই স্কুলটি।

স্কুল হ্যান্ডবলে গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতে পরের রাউন্ডের পথে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়। আজ বিকেলে অনুষ্ঠিত ম্যাচে গর্ভমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলকে ১৪-৩ গোলে হারিয়েছে। এই ম্যাচে একাধিক গোল করেছেন রাতুল। যিনি কিছু দিন আগে জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজিত হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন। দেশের শীর্ষ স্কুলে পড়েও হ্যান্ডবল নিয়ে স্বপ্ন দেখেন তিনি, ‘আমাদের স্কুলে ফুটবল, ক্রিকেট সহ সকল খেলারই চর্চা হয়। তবে হ্যান্ডবলে আমরা নিয়মিত অংশগ্রহণ করি। আমার বোন হ্যান্ডবল খেলতেন। স্কুলের বড় ভাইরাও খেলতেন। তাদের দেখে আমি হ্যান্ডবলে। আশা করি একদিন জাতীয় দলে খেলব।’

স্কুল হ্যান্ডবল খেলা পর্যবেক্ষণ করছিলেন জাতীয় হ্যান্ডবল দলের কোচ আমজাদ হোসেন। মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের খেলা চোখে লেগেছে তারও, ‘এই স্কুলটির খেলা বেশ গোছালো। খেলায় পরিকল্পনার ছাপ স্পষ্ট। বেশ কয়েকজন খেলোয়াড়ের টেকনিকও যথেষ্ট ভালো।’ এই স্কুলের হ্যান্ডবলের কোচ হিসেবে কাজ করছেন সাবেক ছাত্র ও হ্যান্ডবল খেলোয়াড় মিভা। এই টুর্নামেন্টের জন্য তিনি এক মাস অনুশীলন করিয়েছেন। তার অনুশীলনই মূলত খেলোয়াড়রা কৌশলগুলো রপ্ত করেছে। দুই ম্যাচ জেতার পর দল নিয়ে আশাবাদী, ‘আমরা পরের রাউন্ডে প্রায় চলে গেছি। আশা করি এবার ভালো কিছু সম্ভব। তিন জন খেলোয়াড় বেশ পরিপক্ব। যারা জাতীয় ক্রীড়া পরিষদের ক্যাম্পে ছিলেন। অন্যরা ইতোমধ্যে হ্যান্ডবলের মৌলিক কৌশল শিখেছে।’ আগামীকাল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ নৌবাহিনী কলেজের সঙ্গে।

স্কুল হ্যান্ডবলের দ্বিতীয় দিনের খেলায় বিএএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ, শহিদ রমিজ উদ্দিন বীর বিক্রম ক্যান্টনমেন্ট স্কুল, শহিদ পুলিশ স্মৃতি কলেজ, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, সেন্ট গ্রেগরি হাই স্কুল ও মাইলস্টোন কলেজ নিজ নিজ ম্যাচে জিতেছে। বালিকা বিভাগে জিতেছে মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, শহিদ পুলিশ স্মৃতি কলেঝ ও সানিডেল স্কুল। পুরুষ বিভাগে ছয়টি গ্রুপ। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন দল পরের রাউন্ডে খেলবে। পরের রাউন্ডে তিন দল করে দুই গ্রুপ হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনাল খেলবে।

আরো পড়ুনঃশুধু টেস্ট ও ওয়ানডের দায়িত্বে ডমিঙ্গো

More in খেলা