Connect with us

খেলা

পদত্যাগ করেননি ডমিঙ্গো, সংবাদমাধ্যমকে দুষলো বিসিবি

সকাল থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, পদত্যাগ করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেটকে তিনি বিদায় বলে দিচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সংবাদ মিথ্যা বলেই উড়িয়ে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন অপপ্রচারের জন্য দায় চাপানো হলো সংবাদমাধ্যমের ঘাড়ে। তার বক্তব্য সংবাদমাধ্যমে বরং ভুলভাবে  উপস্থাপন করেছে। গতকাল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আসলে আমরাও বিষয়টা দেখেছি। আমি মনে করি যে, বিষয়টা পুরোটাই মিস রিপ্রেজেন্টেশন। রাসেল হয়তো একভাবে বোঝাতে চেয়েছে, আমাদের দুই একটা মিডিয়াতে এসেছে, আজকে সকালেও রাসেলের সাথে কথা হয়েছে। আপনাদের সাথে দুইদিন আগেও বোধহয় প্রেসিডেন্টের সাথে একসাথে প্রেস মিট করেছিল।  তার আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট মহোদয়ের সাথে রাসেলের ডিটেইল আলোচনা হয়েছে কিভাবে ও টেস্ট টিম ও ওয়ানডে টিম নিয়ে কাজ করবে।

রাসেল কিন্তু সেভাবেই প্ল্যান করছে। আশা করছি, খুব শীঘ্রই হয়তো রাসেল ওর ডিটেইল প্ল্যানটা বোর্ডকে জমা দিবে। নির্ধারিত সময়ের মধ্যেই।’ অন্যদিকে দৈনিক মানবজমিন থেকে কোচের সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।  দিন কয়েক আগে বিসিবি ঘোষণা করে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের সঙ্গে থাকবেন না ডমিঙ্গো। এ সময় তিনি পূর্ণ মনযোগ দেবেন টেস্ট ও ওয়ানডেতে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগারদের প্রধান কোচ নিজেও জানিয়েছেন বিষয়টি ইতিবাচক। কিন্তু নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ছুটিতে যাওয়ার আগে দেশের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি তুলেছেন নানা অভিযোগ। তার বক্তব্যে নাখোশ ও  হতাশ হয় বিসিবি। কেন তিনি এমন বলেছেন তার কারণ জানতে  ব্যাখ্যা চেয়ে চিঠিও দিবে বলে জানায় বিসিবি। তবে গতকাল খবর চাউর হয় বাংলাদেশেই আসবেন না এই প্রোটিয়া কোচ।  বাংলাদেশ অধ্যায়ের ইতি টানতে চান। আলাদা সংবাদমাধ্যমে অবশ্য তিনি অস্বীকার করেন এমন কিছু। যদিও চূড়ান্ত ফল জানা যায় বিসিবির কাছ থেকেই। বিসিবির সিইও বলেন, ‘আমি মনে করি বিষয়গুলো পুরোপুরি ভুলভাবে উপস্থাপন হয়েছে। তার কাজের পরিকল্পনা আশা করছি আমরা তিনি দ্রুতই বোর্ডকে জমা দেবেন। এমনটাও আলোচনায় আছে আফগানিস্তানে আমাদের ‘এ’ দলের যে একটা সফর আছে সেখানেও তিনি যাবেন খেলোয়াড়দের সাথে। আসলে এভাবেই পরিকল্পনা অনুযায়ী রাসেলের সাথে যোগাযোগ হচ্ছে।’ অন্যদিকে এমন ভুল সংবাদে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও বিব্রত বলে জানিয়েছেন বিসিবির সিইও। তিনি বলেন, ‘আমি রিপিট করছি, আজকে কথা হয়েছে। ডিটেইল কথা হয়েছে। এবং রাসেলও একটু বিব্রত বিষয়গুলো নিয়ে। ও আসলে বলেছে বিষয়গুলো যেভাবে মিডিয়াতে আসছে ও খুব বিব্রত ফিল করছে। এই কারণে আপনাদের কাছে অনুরোধ করেছে, যাতে বিষয়গুলো এইভাবে না আসে। বেসিক্যালি রিলেশন বিটুইন এমপ্লয়ি ও এমপ্লয়ার। আমাদের মধ্যে সম্পর্কে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। সো বিষয়গুলো এড়ানোর জন্য রাসেলের সাথে ডিটেইলস কথা বলেছি। এই নিউজ যেগুলো মিডিয়াতে এসেছে সেগুলো আপনারাও জানতে চেয়েছেন। বিষয়গুলো আসলে সঠিক না।’  এছাড়াও কোচের সঙ্গে বিসিবির কোনো ভুল বোঝাবুঝিও নেই বলে জানিয়েছেন নিজামুদ্দিন চৌধুরী।  তিনি বলেন, ‘জটিলতা হওয়ার কোনো সুযোগ নেই। রাসেল ডমিঙ্গো কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন এমপ্লয়ি। উনি আমাদের একজন জাতীয় দলের কোচ। ওনার সাথে রিলেশনটা বোর্ড অ্যান্ড কোচের। সো এখানে জটিলতা হওয়ার কিছু নাই। আমাদের সাথে তো কথাই হচ্ছে। এই বিষয়গুলো জেনেই তো তার সাথে আমরা কথা বলেছি। তো আল্টিমেট আউট কাম তো এটাই। আমি বলছি না সব তথ্য ভুল। আমি বলছি, কিছু হয়তো ভুল, ওর মতে। ও যেভাবে বলেছে সেভাবে আসেনি। বিষয়টা এই রকমই, এটা কিন্তু আসলে জটিল করার কোনো সুযোগ নেই। সব কিন্তু না, কিছু বিষয় মিস রিপ্রেজেন্টেশন।’  এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের পরামর্শকের দায়িত্ব নিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম।

More in খেলা