Connect with us

খেলা

অবশেষে ডাক পেলেন চয়ন

সময় বড় নিষ্ঠুর। ঘরোয়া হকির দলবদলে এক সময় সবার লক্ষ্য থাকত মামুনুর রহমান চয়নকে দলে ভেড়ানো। সেই চয়ন আজ ফ্র্যাঞ্চাইজি হকির ড্রাফটে এসে বি ক্যাটাগরিতে বিক্রি হয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্যারিয়ারের পড়ন্ত বেলাতে থাকলেও গত লিগের চ্যাম্পিয়ন দল মেরিনার্সের অধিনায়ক ছিলেন। ২০১৮ সালের এশিয়ান গেমসের পর জাতীয় দল থেকে অবসর নেন চয়ন। 

ঘরোয়া হকিতে গত এক যুগের অন্যতম তারকা খেলোয়াড় চয়ন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন এ প্লাস ক্যাটাগরিতে। তবে ৬ ফ্র্যাঞ্চাইজির কেউ চয়নকে এ প্লাস ক্যাটাগরিতে ডাকেননি।

এ প্লাস ক্যাটাগরিতে ডাক না পাওয়ায় চয়ন নেমে যান এ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় ডেকেছেন। সেই এ ক্যাটাগরিতেও দল পাননি তিনি।

এ ক্যাটাগরিতে ডাক না পাওয়ায় পরের ধাপ বি ক্যাটাগরিতে নেমে যান চয়ন। এই ক্যাটাগরি থেকে চার জন খেলোয়াড় নিয়েছে প্রতিটি দল। সেই ক্যাটাগরিতে মেট্রো এক্সপ্রেস বরিশাল চয়নকে নিয়েছে।

চয়নের মতো এ প্লাস ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে বিক্রি হয়েছেন আরো কয়েকজন তারকা। মইনুল ইসলাম কৌশিক, কামরুজ্জামান রানারা তাদের মধ্যে অন্যতম।

More in খেলা