Connect with us

বিনোদন

ঈশা খাঁ’ বাহুবলীর চেয়ে কোনো অংশে কম নয়

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঈশা খাঁ’ মুক্তি পেয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘ঈশা খাঁ’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক ডায়েল রহমান। এর প্রধান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব।

তার বিপরীতেই অভিনয় করেছেন অপু।  

মূলত মুঘল আমলে বাংলার বারো ভুঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ। তিনি ক্ষমতায় থাকাকালীন মুঘল সম্রাট আকবরকে খাজনা দিতে অস্বীকৃতি জানান। এ কারণে তখন ব্যাপক লড়াই-সংঘর্ষ হয়েছিল। ওই প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ঈশা খাঁ’।

ছবিটির মুক্তির আগে রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে ডি এ তায়েব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, এখন পর্যন্ত অনেক সুপারস্টার নায়িকার বিপরীতে অভিনয় করেছি। ঈশা খাঁ একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। মুঘল আমলে বাংলার বারো ভুঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ।

তিনি আরও বলেন, তাকে পর্দায় তুলে আনা সহজ কাজ নয়। এই কঠিন কাজটিই আমাকে দিয়ে আমার পরিচালক করিয়েছেন। ছবিটি বাহুবলীর চেয়ে কোনো অংশে কম নয়। আশা করি ছবিটি সবাই হলে গিয়ে দেখবেন।

ডিএ তায়েব ও অপু বিশ্বাস এছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না প্রমুখ।

More in বিনোদন