Connect with us

খেলা

আইপিএল দলের মালিকের বিরুদ্ধে রস টেইলরের বিস্ফোরক অভিযোগ

নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান রস টেইলর তার আত্মজীবনীতে বিস্ফোরক একটি অভিযোগ করেছেন৷

তিনি তার আত্মজীবনী ‘ব্ল্যাক এন্ড হোয়াইট’ এ লিখেছেন, ২০১১ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় সেই দলের একজন মালিক তার গালে তিন-চারবার চড় মেরেছিলেন

এমন বিস্ফোরক অভিযোগের ব্যাপারে টেইলর লিখেছেন, মোহালিতে রাজস্থান কিংস এলিভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামে। টার্গেট ছিল ১৯৫। আমি ডাক মেরে এলবিডব্লিউ আউট হয়ে যাই এবং আমরা সেই রানের কাছেও যেতে পারিনি।

ম্যাচ শেষে দলের সবাই হোটেলের ছাদে বারে যাই৷ সেখানে রাজস্থান রয়্যালসের একজন মালিক আমাকে বলেন, রস টেইলর ডাক মারার জন্য তোমাকে আমরা মিলিয়ন মিলিয়ন ডলার দেইনি৷ সে আমার মুখে তিন চারটি চড় মারেন।

সে হাসছিল এবং সেগুলো জোড়ে চড় ছিল না। আমি বুঝছিলাম না এটি ক্রীড়া সুলভ কিনা৷ ওই সময় বিষয়টি নিয়ে মাথা ঘামাইনি৷ কিন্তু ভেবেছিলাম পেশাদার ক্রীড়াঙ্গনে এমনটি হয় নাকি।

এদিকে ২০০৮-২০১০ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর হয়ে খেলেন টেইলর৷ ২০১১ সালে খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে৷

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার, ক্রিকইনফো, উইন, টাইমস অব ইন্ডিয়া

More in খেলা