বর্ষার আর্দ্র আবহাওয়ায় শুধু কাঠের আসবাবপত্রই নয়, জামাকাপড় থেকে সবজি, আচারের অবস্থাও খারাপ হয়ে যায়। এর কারণ অতিরিক্ত জলীয় বাষ্প। ভরা বর্ষায় তাই অনেকেরই আসবাবের চিন্তায় কপালে ভাঁজ পড়ে। তাই কীভাবে যত্ন নেবেন, সেটা জানা ভীষণ জরুরি।
১. কোনোদিনও ভেজা কাপড়ে আসবাবপত্র মুছবেন না। এতে ছত্রাক পড়তে পারে। প্রয়োজনে নারকেল তেল ব্যবহার করুন। শুকনো কাপড় দিয়ে মুছুন।
২. বর্ষাকালে কাঠের আসবাবপত্রে ঘুন ধরার প্রবণতা বাড়ে। তাই নিমপাতা, নিমের তেল, কর্পূর, রাবিং অ্যালকোহল বা স্পিরিট একসঙ্গে মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে রাখুন। ঘুন ধরেছে দেখতে পেলেই স্প্রে করে দিন।
৩. কাঠের আসবাব ভালো রাখতে বছরে একবার বার্নিশ করতে পারেন। কিংবা চায়ের লিকারের প্রলেপও খুব কার্যকরী। কীভাবে করবেন? চিনি ছাড়া কড়া চায়ের লিকার তৈরি করুন। এবার তাতে সামান্য ভিনেগার মেশান। এবার সেটা দিয়ে ফার্নিচারের যে অংশে ছত্রাক ধরেছে, সেখানটা পরিষ্কার করুন।
৪. আর্দ্রতা শোষণের জন্য কর্পূর বা ন্যাপথলিন খুব উপকারী। বর্ষাকালে আসবাবের কোণে কর্পূরের থলে কিংবা ন্যাপথলিন রাখুন। এতে আর্দ্রতা শোষণের পাশাপাশি পোকামাকড়ও দূরে থাকে।
৫. মেঝে সবসময়ে শুকনো রাখুন। ভেজা মেঝে ঘরের পরিবেশকে আরও আর্দ্র করে। এতে কাঠের আসবাবপত্রের ক্ষতি হয়। তাই ঘর মুছলেই ফ্যান চালিয়ে শুকিয়ে নিন।