Connect with us

বিজ্ঞান ও প্রযুক্তি

ইনস্টাগ্রামের ভুল ধরিয়ে ৫ মিনিটে পেলেন ৩৫ লাখ

ইনস্টাগ্রামের ভুল ধরিয়ে দিয়ে ৩৫ লাখ টাকা পুরষ্কার পেলেন এক ভারতীয়। একটি জটিল বাগ খুঁজে বের করার জন্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি জয়পুরের বাসিন্দা নীরজ শর্মাকে পুরো ৩৮ লাখ টাকা পুরষ্কার দিয়েছে।

গতমাস থেকে এ পর্যন্ত মোট তিনজন ভারতীয় এভাবে পুরষ্কার পেয়েছেন। এর আগে হোয়াটসঅ্যাপ ও অ্যাপলের সিস্টেমে ত্রুটি খুঁজে দেওয়ায় দুজন পুরস্কার পান।

তবে এবার ইনস্টাগ্রামে নীরজ যে ইস্যুটির সন্ধান পেয়েছেন, তা থেকে ব্যবহারকারীরা হ্যাকিংয়ের শিকার হতে পারতেন বলে জানা গেছে।

যে ভুল ধরেছেন

রিপোর্ট অনুযায়ী, ইনস্টাগ্রাম রিলে একটি বাগ ছিল। যার সাহায্যে অন্য যে কেউ ইনস্টাগ্রাম রিলের কভার ফটো বা থাম্বনেইল পরিবর্তন করতে পারতেন।

নীরজের মতে, এই কাজের জন্য শুধু ওই অ্যাকাউন্টের মিডিয়া অ্যাকাউন্টের প্রয়োজন ছিল। অর্থাৎ ভিডিও ক্রিয়েটর বা ব্যবহারকারীর এতে কোনো ভূমিকাই ছিল না।

উল্লেখ্য, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে বিষয়টি রিপোর্ট করার পর তারা নীরজকে এই ত্রুটিটি প্রদর্শন করতে বলেন। তিনি মাত্র ৫ মিনিটে ডেমো দেখাতে সক্ষম হন। এরপরই তাকে বোনাসসহ প্রায় ৩৮ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।

সাত কলেজের ১ম মেধাতালিকা প্রকাশ ২৮ সেপ্টেম্বর “

More in বিজ্ঞান ও প্রযুক্তি