Connect with us

বিনোদন

শিল্পীদের রাজনীতি নিয়ে যা বললেন মোশাররফ করিম

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে এবার দেখা যাবে কলকাতার সিনেমায়। বর্তমানে ঢাকা ও কলকাতায় প্রায় সমানতালে কাজ করছেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার অভিনীত কলকাতার সিনেমা ‘হুব্বা’র ফাস্ট লুক। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাসহ নানা বিষয়ে কথা বলেন এই অভিনেতা।

শনিবার (৫ আগস্ট) এক সাক্ষাৎকারে কলকাতার ‘হুব্বা’ সিনেমায় নিজের চরিত্রের প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “এটা ভালো চরিত্র না (গ্যাংস্টার)। কিন্তু অভিনয়ের জন্য চরিত্রটি অসাধারণ। চরিত্রটার অনেকগুলো স্তর রয়েছে। অভিনয় করে আমি খুশি হয়েছি। আমার ভালো লেগেছে।”

বর্তমানে নাটকের অবস্থানটা কেমন বলে আপনার মনে হয়? এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, “এটা ঠিক সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ করা যায় না। অনেক কাজ আছে মানুষের মন জয় করে। আবার কিছু কাজ জায়গা করতে পারেনা। অনেক কাজ আবার নিন্দিত হয়, কালের বিচারে সেই কাজই আবার নন্দিত হয়ে যায়। নাটকের অবস্থানটা কোথায় আছে সেটা বলা সম্ভব না, আবার উচিৎও না।”

অসংখ্য নাটকে অভিনয় করা এই অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হওয়া প্রসঙ্গে বলেন, “সমিতির নেত্রী ও অভিনেত্রী নিপুণ আক্তার আমাকে আহ্বান জানিয়েছিলেন। এখনো সদস্য হইনি। তবে হয়ে যাব।”

সাক্ষাৎকারে দেশের শিল্পীদের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়েও নিজের অভিমত জানান এই অভিনেতা। তার কাছে প্রশ্ন ছিল- দেশের শিল্পীরা রাজনৈতিক দিকে ঝুঁকছে। আপনার কি এমন ইচ্ছে আছে? এর উত্তরে অভিনেতা বলেন, “এটা তো একজন শিল্পীর ব্যক্তি স্বাধীনতা। কোনো শিল্পীর রাজনৈতিক সচেতনতা থাকতে পারে। সেই জায়গা থেকে সে দলে যুক্ত হতে পারে। আবার কেউ কেউ মনে করতে পারেন, আমি এটা বুঝি না তাই তিনি এর সঙ্গে যুক্ত নাও হতে পারেন। তবে সবকিছুর পরেও মানুষ রাজনীতির বাইরে না। সেটা আমার মনে হয় খুবই ব্যক্তিগত।”

More in বিনোদন